• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঝিনাইগাতীতে রমজান উপলক্ষে খাবার পেলেন ২০ পরিবার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম
ঝিনাইগাতীতে এক মাসের
রমজান উপলক্ষে খাবার পেলেন ২০ পরিবার

মো. জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘ইউনিভার্সাল এমিটি’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলার থানা রোড এলাকায় ২০টি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিানইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ, ইউনিভার্সাল এমিটির প্রোগাম সমন্বয়ক মেহেদী হাসান দূর্জয়, ইউপি সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির, যুব রেড ক্রিসেন্ট ঝিনাইগাতীর সহকারী দলনেতা মো. সোহেল রানা, সোহেল, বিভাগীয় উপপ্রধান (প্রশিক্ষণ) রাকিবুল হাসান নয়ন, বিভাগীয় উপপ্রধান (বন্ধুত্ব) মো. সোবাহান মিয়া প্রমুখ।

উপহার সামগ্রীর মধ্যে চিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা, মসলা, ধোনিয়া,    আদা, মুড়ি, চিড়া, ছোলা, চিনি, সুজি, গুড়ো দুধ, খেজুর, অরেঞ্জ ড্রিংক পাউডার, সাবান, ডিটারজেন্ট পাউডার ও মসলা সম্বলিত একটি প্যাকেজ। এ প্যাকেজে যে খাদ্য সামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের মাস চলবে বলে আশা করা হচ্ছে।

যুব রেড ক্রিসেন্ট ঝিনাইগাতী উপজেলা শাখা ও ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যরা উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image