• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৭২ বছর পর ভাষা সৈনিক ছালেহা বেগমকে (মরোনোত্তর) স্বীকৃতি 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম
৭২ বছর পর
ছালেহা বেগমকে মরোনোত্তর সম্মাননা প্রদান

ষ্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৪ উদযাপন উপলক্ষে, ২০ ফেব্রুয়ারি সন্ধায় রাজধানীর অরন্যাট হোটেলে রাষ্ট্র ভাষা বাংলা করণে শেরে-ই- বাংলা এ কে ফজলুল হকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে করে। শেরই-বাংলা সংস্কৃতিক জোট এতে রাষ্ট্রভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহ মুসলীম গার্লস হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্রী সিলেট কুলাউড়ার মেয়ে ছালেহা বেগমকে মরোনোত্তর সম্মাননা প্রদান করা হয় । সম্মাননা পদকটি গ্রহন করেন তার সন্তান গন ।

প্রধান অতিথীর ভাষনদান কালে শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বাংলা ভাষা আন্দোলনে শেরে বাংলা একে ফজলুল হক , বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান , ধীরেন্দ্রনাথ দত্ত সহ অন্যান্য সকলের অবদান ও পটভুমি তুলে ধরে ব্যাপক আলোচনা করেন । 

তিনি সারা দেশের অসংখ্য ভাষা সৈনিকের কথা ও ভাষা সৈনিক ছালেহা বেগমের অবদান উল্লেখ করে ছালেহা বেগমের বহিঃষ্কারাদেশ মরোনোত্তর প্রত্যাহারের দাবী জানান । অনুষ্ঠানের সভাপতি ও অন্যন্য বক্তা ও আগত অতিথীরা বিভিন্ন বিষয়ের আলোচনা সহ ছালেহা বেগমের বিষয়টি নিয়ে আলোচনা করেন ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image