• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন   


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৬ এএম
মারা গেছেন   
পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া

নিউজ ডেস্ক : সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া মারা গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার বয়স হয়েছিল ৮৫ বছর ।   

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শনিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।   

তার ছেলে অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।   

তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন । শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন । তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ ।   

পটুয়াখালী- ১ আসন থেকে সংসদ সদস্য তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন । ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ।   

তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image