• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফের ডিএসসিসিতে জন্মনিবন্ধন শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০২ এএম
ফের জন্মনিবন্ধন শুরু
ডিএসসিসি

নিউজ ডেস্ক : ফের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ শুরু হয়েছে। তিন মাস বন্ধ থাকার পর বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে নিবন্ধনের কার্যক্রম শুরু করে ডিএসসিসি।


ডিএসসিসির অঞ্চল ২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো এ তথ্য  নিশ্চিত করেছেন।

জানা যায়, রাজস্বের অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে ডিএসসিসিতে নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকে। ওই সময় নাগরিকদের ভোগান্তি চরমে ওঠে। অনেকের জরুরি প্রয়োজনে জন্মনিবন্ধন করার দরকার থাকলেও তা করতে পারেননি। ডিএসসিসিতে মোট ৭৫টি ওয়ার্ড রয়েছে।

জন্ম ও মৃত্যুনিবন্ধন, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার থেকে সারা দেশে জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ হয়। এর বাইরে গিয়ে নিজস্ব সার্ভার চালু করেছে ডিএসএসসি। https://bdris.dscc.gov.bd এখানে গিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে। সারা দেশে যে সার্ভারে নিবন্ধন হয়, সেটা হচ্ছে https://bdris.gov.bd।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ থেকে ৩৬ পর্যন্ত পুরোনো ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়ে গত মাস থেকে নিবন্ধনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ডিএসসিসিতে আগের মতো আঞ্চলিক কার্যালয়েই নিবন্ধন কাজ চলবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image