• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

 ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৬ পিএম
আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মিয়ামিতে ফেডারেল আদালতে হাজির হয়ে রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মঙ্গলবার আদালতে শুনানির সময় তিনি এ দাবি করেন।

আদালতে আত্মসমর্পণের পর গ্রেপ্তার দেখিয়ে তাকে কাঠগড়ায় তোলা হয়। বিচারক জনাথন গুডম্যান তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। প্রায় ৪৫ মিনিট ধরে চলা শুনানি শেষে আদালত থেকে বের হয়ে ব্যক্তিগত বিমানে নিউ জার্সির উদ্দেশে যাত্রা করেন ট্রাম্প। 

গত বছর ট্রাম্পের নিজ বাড়ি মার-এ-লাগোতে অভিযান চালিয়ে হাজার হাজার গোপন নথি উদ্ধার করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন আদালতের নথিগুলো বলছে, শ্রেণিবদ্ধ নথির অপব্যবহার, ন্যায়বিচারে বাধা দেওয়া, আইন প্রয়োগকারী সংস্থার কাছে মিথ্যা বিবৃতি দেওয়াসহ অন্তত ৩৭টি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ট্রাম্প। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে কোনো কোনোটির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি আটকে রাখা-সংক্রান্ত চারটি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে প্রতিটির জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। এর আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন তিনি। 

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের মতো লড়বেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image