• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিসি-এসপিদের সঙ্গে ইসি'র বৈঠক 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪০ এএম
ডিসি-এসপিদের সঙ্গে ইসি'র বৈঠক 
নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক : দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয় মিলনায়তনে শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়েছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন কেন্দ্র করে এ বৈঠক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ বৈঠকে ডিসি-এসপিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত আছেন।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন গঠন হওয়ার পর মাঠ প্রশাসন কর্মকর্তাদের নিয়ে এটিই বৃহৎ বৈঠক।

আগামী ১২ অক্টোবর গাইবান্ধা- ৫ আসনের উপনির্বাচন, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন, ৫ নভেম্বর ফরিদপুর- ২ আসনের উপনির্বাচন ও ২ নভেম্বর অনুষ্ঠিতব্য বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে।

বুধবার নির্বাচন কমিশন থেকে প্রতিটি জেলার ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়। নির্দেশনায় বলা হয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image