
নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত চলছে। এতে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল। ফলে, ঘুরতে গিয়ে দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটক পড়েছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ, স্পিডবোট, সার্ভিস ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন।
সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, হঠাৎ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে জাহাজ চলাচল বন্ধ করেছে উপজেলা প্রশাসন। পরে দ্বীপে দুই শতাধিক পর্যটক আটকা পড়েন। যেসব পর্যটক দ্বীপে অবস্থান করছেন, তারা দ্বীপের সৌন্দর্য গুলো দেখছেন।সাইকেল চালাচ্ছে, বাজার করছেন, সমুদ্র সৈকতে হাঁটাচলাসহ গোসল করছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শুক্রবার দ্বীপে বেড়াতে আসা প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। হঠাৎ করে সাগরে লঘুচাপের প্রভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়েছে। সমুদ্রে সৈকতের বিপদজনক স্থানে টানানো হয়েছে লাল পতাকা। দ্বীপে অবস্থান করা পর্যটকদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: