• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজায় ৫০ হাজার গর্ভবতী নারী মৃত্যুঝুঁকিতে : জাতিসংঘ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০৯ পিএম
৫০ হাজার গর্ভবতী নারী মৃত্যুঝুঁকিতে
গাজা-ইসরায়েল যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্তত ৫০ হাজার গর্ভবতী নারী মৃত্যুঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আড়াই মাসেরও বেশি সময় ধরে অনবরত হামলা চালাচ্ছে ইসরাইল। এতে ধ্বংস হয়েছে একাধিক হাসপাতাল। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ সময় পার করছেন প্রায় ৫০ হাজার গর্ভবতী নারী। এর মধ্যেই উপত্যকাটিতে প্রতিদিন ১৮০টি শিশু জন্ম নিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, ইসরাইলের হামলার মুখে পড়ে গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা ‘ট্র্যাজেডির’ মধ্য দিয়ে যাচ্ছে। 

গাজার চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ সব স্বাস্থ্যকর্মী আহতদের সেবা দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তবে ইসরাইলের ব্যাপক হামলার কারণে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান গেব্রেয়াসুস।
 
রোববার (২৪ ডিসেম্বর) ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে গাজা উপত্যকায় চিকিৎসক এবং নার্সরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে গর্ভবতী নারীদের সেবা করছেন। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image