• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তৃতীয় বার জেলার শ্রেষ্ঠ ওসি মুক্তারুল আলম 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
তৃতীয় বার
জেলার শ্রেষ্ঠ ওসি মুক্তারুল আলম 

জলঢাকা প্রতিনিধি, নীলফামারী : নীলফামারী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জলঢাকা  থানার ওসি মুক্তারুল আলম। 

নীলফামারী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ দমন সভায় আগস্ট মাসের কাজের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর  এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক ও আইজিপি'র অর্থ  গ্রহণ করেন তিনি। এনিয়ে জেলায় ৩য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তিনি। 

জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জিআর, সিআর, সাজা পরোয়ানা তামিল, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। এর আগে চলতি বছরে ২বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। 

পুরষ্কার প্রাপ্তিতে ওসি  মুক্তারুল আলম  বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার স্যার সহ সকল সিনিয়র স্যারদের প্রতি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরষ্কার তাদের উৎসর্গ করলাম। তিনি বলেন, ৩য় বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা জলঢাকা  থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো। 

তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। এ সময় থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image