• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৬৩৫ প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে বাংলা একাডেমীর একুশে বইমেলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ পিএম
বইমেলা
একুশে বইমেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কবি নুরুল হুদা

সুমন দত্ত: বছর ঘুরে ফিরে এলো একুশে বইমেলা। আগামী ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে বাংলা একাডেমীর বই মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করবেন। প্রতিদিন বিকাল ৩ টা থেকে বই মেলার গেইট খোলা হবে চলবে রাত ৯ টা পর্যন্ত। তবে ৮ টা বেজে ৩০ মিনিটের মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে। কাউকে ওই সময়ের পর বই মেলা প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া ছুটির দিন মেলা শুরু হবে সকাল ১১ টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত।  এবারের বই মেলার  স্লোগান, পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪) একাডেমী হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলা একাডেমীর সচিব। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এবার মেলায় দেশের ৬৩৫ টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে বাংলা একাডেমী প্রাঙ্গণে রয়েছে ১২০টি প্রতিষ্ঠানের ১৭৩টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫ প্রতিষ্ঠানের  ৭৬৪ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। 

বইমেলায় প্রতিদিন বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । প্রতি শুক্র ও শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image