• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাতীবান্ধায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী আহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম
হাতীবান্ধায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী আহত
বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে সুজন নামে এক বাংলাদেশী আহত হয়েছে। 

শনিবার ভোর রাতে ওই উপজেলার গোতামারী সীমান্তে ৯০১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে আইনী জটিলতার কারণে অতিগোপনে চিকিৎসা নিচ্ছেন আহত সুজন। আহত সুজনের বাড়ি টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায়।

সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে সীমান্তে যায় সুজনসহ একদল চোরাচালানকারী। তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র টহল দল। এ সময় ওই গুলিতে সুজন আহত হয়। পরে তার সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আইনী জটিলতার কারণে সুজনের পরিবার বিষয়টি গোপন রেখেছেন। বিজিবিও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

তবে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image