• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাতীবান্ধায় ২২ লক্ষ ভারতীয় রুপি উদ্ধার করলো বিজিবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৪ পিএম
হাতীবান্ধায় ২২ লক্ষ ভারতীয় রুপি উদ্ধার করলো বিজিবি
ভারতীয় রুপি উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় অভিযান চালিয়ে প্রায় ২২ লক্ষ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে ওই উপজেলার সিঙ্গিমারী সীমান্ত থেকে ওই ভারতীয় মুদ্রা গুলো উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানান, ওই সীমান্তে শূন্যলাইনের আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী গ্রামের  এসাহাক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০) ও  তার স্ত্রী অঞ্জনা বেগম (৪০)-কে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয় । কিন্তু তাদের কিছুই পাওয়া যায়নি ফলে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে উক্ত এলাকায় তল্লাশি ও খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটির গর্তে লুকায়িত অবস্থায় ২১ লক্ষ ৫ হাজার ৫ শত রুপি জব্দ করে বিজিবি। জব্দকৃত রুপির মুদ্রামান বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৮ লক্ষ ৫ হাজার ৬ শত ৬০ টাকা।

বর্ডা গার্ড বাংলাদেশ বিজিবি'র ৬১তিস্তা ব্যাটালিয়ন-২ অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image