• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা ট্রাম্পের 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৪ এএম
আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা
ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন।

এ সময় ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে বলরুমে জড়ো হওয়া কয়েকশ সমর্থককে অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প। ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এজন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।

মার্কিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করছি।’

তিনি বলেন, আমি বিশ্বাস করি এই জাতি কী হতে পারে তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি।

সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমেরিকাকে আবার উপরের দিকে রাখব।’

এর আগে ট্রাম্পের এক সহযোগী 'ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪' কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image