• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শীতে বাড়ছে করোনা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩০ এএম
শীতে বাড়ছে
করোনা 

নিউজ ডেস্ক : নতুন ভ্যারিয়েন্ট জেএন-১-এর কারণে দ্রুত বাড়ছে করোনা রোগী। গতকাল সরকারি হিসাবে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে বাস্তব চিত্র আরো বেশি। করোনার এই নতুন ভ্যারিয়েন্টের কারণে ভারতসহ ৪১ দেশে ব্যাপক হারে সংক্রমণ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, জেএন-১ উপধরনটি নিয়ে উদ্বেগ আছে; কারণ, এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। তবে এর তীব্র উপসর্গ দেখা যাচ্ছে না। আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকি তুলনামূলকভাবে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছিল, যেসব অঞ্চলে বা দেশে শীতকাল আসন্ন কিংবা শীতকাল চলছে, সেসব দেশে শীতকালীন ইনফ্লুয়েঞ্জাসহ জেএন-১-এর সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেন, জেএন-১ দ্রুত সংক্রমিত করলে প্রাণঘাতী নয়। তবে যারা এক ডোজও করোনার টিকা নেননি, তাদের জন্য বিপজ্জনক।

এছাড়া ক্যানসার, ডায়াবেটিস, হূদেরাগ, উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং বয়স্ক, তাদেরও ঝুঁকি রয়েছে। এ কারণে সবারই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনবহুল এলাকায় মাস্ক পরা, নিয়মিত হাত পরিষ্কার করা, ভ্রমণে নিষেধাজ্ঞা, নিভৃতবাস, লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো ইত্যাদির মাধ্যমে কোভিড-সংক্রমণ অনেকটাই আটকে  দেওয়া সম্ভব। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

আইইডিসিআর দেশে জেএন-১ উপধরনের আক্রান্ত ব্যক্তি শনাক্তের কথা জানিয়েছে গত বৃহস্পতিবার । করোনায় আক্রান্ত ছয় জনের নমুনা পরীক্ষায় পাঁচ জনের জেএন-১ শনাক্ত হয়েছে। 

ঢাকা মহানগর ও ঢাকার পাশের একটি মহানগরের রোগীর নমুনা পরীক্ষায় এই উপধরন ধরা পড়েছে। এর আগে ২ জানুয়ারি অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় জেএন-১ নিয়ে আলোচনা হয়। কমিটি  বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দেশে পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করার জন্য আইইডিসিআরকে পরামর্শ দেয়। এছাড়া হাসপাতাল প্রস্তুত রাখার এবং বিদেশ থেকে আসা যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি নিতে সরকারকে পরামর্শ দেয় কমিটি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে, তাই এখন প্রথম কাজ হবে, যারা টিকা নেননি, তাদের খুঁজে বের করা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image