• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেষ হলো হজের নিবন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৭ এএম
৪৪ হাজারের বেশি কোটা খালি রেখেই
শেষ হলো হজের নিবন্ধন

নিউজ ডেস্ক : সৌদি আরবের দেওয়া ৪৪ হাজারের বেশি কোটা খালি রেখেই শেষ হয়েছে এবারের হজের নিবন্ধন কার্যক্রম। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১২০ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে, নিবন্ধন শেষে এখনো ৪৪ হাজার ৭৮টি কোটা খালি রয়েছে। এ বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮টি কোটা নির্ধারণ করে সৌদি আরব।

এ বছর হজের নিবন্ধন শুরু হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সেই সময় আরো দুই দফায় ১৮ জানুয়ারি এবং পরে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ হয়। গতবারের তুলনায় এবার প্যাকেজের দাম ৯২ হাজার ৪৫০ টাকা কমানো হয়েছে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হতে পারে পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারো সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দুটো হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image