• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ নাজমুল আহসানের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২১ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:১২ পিএম
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ নাজমুল আহসানের মৃত্যু
সৈয়দ নাজমুল আহসান

নিউজ ডেস্ক : পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসানের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। 

২১ ফেব্রুয়ারি পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, জনাব নাজমুল আহসান পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের বায়ুমান শাখার পরিচালক পদে কর্মরত থাকাকালীন দেশের বায়ুমানের উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করে গেছেন। তাঁর মতো একজন সদালাপী কর্মকর্তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। 

উল্লেখ্য, সৈয়দ নাজমুল আহসান(৫৬) আজ বিকাল ৫.৩০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন। তিনি ১৯৯৬ সালে সরকারি চাকরিতে যোগদান করে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image