মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বিকেল ৪ টা পর্যন্ত মেয়র পদে ফারামার্জ আল নূর একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে কেউ প্রত্যাহার করেনি, সাধারণ কাউন্সিলর পদে ০৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার মুহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী হিসেবে মেয়র পদে ৫জন, ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৬৯ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিল পদে ১৪৯ জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের ( মসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন মেয়র পদে পদত্যাগকৃত সদ্য সাবেক মসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি টজু, জাতীয় পার্টির মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রেজাউল হক।।
ইসি সূত্র জানায়, আজ শুক্রবার ২৩ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে।
আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: