• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপুর হ্যাটট্রিক জয়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপুর হ্যাটট্রিক জয়

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে বিপুল ব‍্যবধানে জয় পেয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী এ. কে. এম সালাহ্ উদ্দিন টিপু।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে ৩ বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন সালাহ্ উদ্দিন টিপু।

গতকাল বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। শেষে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করলে এ তথ্য পাওয়া যায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১'শ ৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে সালাহ্ উদ্দিন টিপু 'কাপ-পিরিচ' পেয়েছেন ৬৯ হাজার ৭'শ ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব 'ঘোড়া' প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৩'শ ৯৭ ভোট। এ হিসাবে সালাহ্ উদ্দিন টিপুর ভোটের ব‍্যবধান ৬৩ হাজার ৩'শ ৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 'বই' প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬'শ ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইউছুফ পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 'মাইক' প্রতীক নিয়ে মো. হাফিজ উল্যাহ পেয়েছেন ৩১ হাজার ১'শ ৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে 'ফুটবল' প্রতীক নিয়ে ৪১ হাজার ৭'শ ৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হন। তিনি ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে জেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার 'হাঁস' প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭'শ ১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্য দিকে, লক্ষ্মীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে একজন ছাড়া তেমনি হেভিওয়েট প্রার্থী ছিলোনা। তাই ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত হয়নি। তাই ভোটের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অলস সময় কাটাতে দেখা গেছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার টানা ৩ বার বিপুল ভোটে জয়ী হয়েছেন সালাহ্ উদ্দিন টিপু। এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয় লাভ করেন।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image