• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে হত্যা মামলার ৭ আসামির যাবজ্জীবন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৪ এএম
দণ্ডপ্রাপ্তরা হলেন আ. কদ্দুছ, তারা মিয়া
হত্যা মামলার ৭ আসামির যাবজ্জীবন

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের গৌরীপুর থানার চৌকিদার রজব আলী হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আদালতে ছয় আসামির উপস্থিতিতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আ. কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। এদের মধ্যে তারা মিয়া পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় খুন হন স্থানীয় চৌকিদার রজব আলী। এ ঘটনায় পরদিন ১৩ সেপ্টেম্বর নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামিদের মধ্যে সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।  

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image