• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাসিনার পদত্যাগের দাবি গণভবন-বঙ্গভবনে পৌঁছাতে হবে: ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৭ পিএম
হাসিনার পদত্যাগের দাবি গণভবন-বঙ্গভবনে পৌঁছাতে হবে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে শুক্রবার (১১ আগস্ট) যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন।

তিনি বলেন, ২০১৪-২০১৮ এর মত ষড়যন্ত্রের মাধ্যমে কেরিক্যাচাল করে আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। জনগণ এবার তা হতে দিবে না।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির একমাত্র দাবি শেখ হাসিনার পদত্যাগ আর এ দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে।

বিএনপি নেতাকর্মীদের জেল দেয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে।
 
তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে, হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না।

টানা ১২ দিন বিরতির পর গণমিছিল নিয়ে রাজপথে ফিরছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে শুক্রবার বিকাল ৩টা থেকে গণমিছিল করছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন গণমিছিলে। তারা বলেন, আজকের গণমিছিল থেকে আমাদের গণদাবি একটাই- বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image