
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবেন চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর) আসনের তিনবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২ জুন মারা গেলে আসনটি শূন্য হয়। ।
ইতিমধ্যে এই উপ-নির্বাচনে অংশ নিতে ২৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চূড়ান্ত বিষয়টি জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হচ্ছে ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আফিস নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই জুলাই, প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: