• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এ খেলার শেষ কোথায়?


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:১৯ পিএম
রাজনীতি
বাংলাদেশের রাজনীতি

শিতাংশু গুহ

কে যেন বলেছিলেন যে, ‘তৃতীয় বিশ্বযুদ্ধে কি কি অস্ত্র ব্যবহৃত হবে জানিনা, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে হাতাহাতি তা নিয়ে কোন সংশয় দেখিনা’। এ মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের আগে কি কি ঘটবে তা জানিনা, তবে নির্বাচনের পর জনগণ ভুগবে তা মোটামুটি নিশ্চিত। নির্বাচন হচ্ছে ভোটযুদ্ধ, এ যুদ্ধে ঢাকার মাঠে খেলছে বিশ্বের পরাশক্তিগুলো, ভারত-চীন সরাসরি আওয়ামী লীগের পক্ষে, কিছুটা রাশিয়াও বটে। আমেরিকা-পশ্চিমা শক্তি বিপক্ষ শিবিরে।

নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, বিএনপি মাঠে নেই, তৃণমূল বিএনপি বা জাপা বিরোধী দলের আসন অলংকৃত করবে কে জানে? তবে জনগণ হারবে! জিনিসপত্রের দাম বাড়ছে, আরো বাড়বে, ভারতের তেল, ডাল, পেঁয়াজ খেয়ে অষ্ট্রেলিয়া জিতলে ঢাকায় বিজয় মিছিল হবে এটাই স্বাভাবিক। এ পরিস্থিতিতে লাভ চীন ও ভারতের। নির্বাচন নিয়ে ঢাকার মাঠে যা ঘটছে, বিশ্বের ইতিহাসে এমন নজির নেই, এজন্যেই আমরা শ্রেষ্ঠ, অদ্বিতীয়।

ভারতেও ২০২৪-এ নির্বাচন, ভোটার ৮০+ কোটি (আগেরবার তা ছিলো), আচ্ছা ভারতে কেন আমেরিকা-চীন নির্বাচন নিয়ে ‘ফুটবল’ খেলার সুযোগ পায়না? কারণ ভারত সেই সুযোগ দেয়না, বাংলাদেশ দেয়, তাই অন্যরা খেলে, অনেকটা ‘খেলারাম খেলে যা–’র মত! আসলে সুষ্ঠূ নির্বাচন করার যোগ্যতা আমাদের নির্বাচন কমিশনের নেই, কখনো ছিলোনা, মাঝেমধ্যে দু’একটি সুষ্ঠূ নির্বাচন হয়েছে, সেটি নিতান্ত দুর্ঘটনা, আমাদের ক্রিকেটের মত, হটাৎ ভাল খেলে ফেলা?

মাঝে মধ্যে ভাবি, আওয়ামী লীগ এতকিছু পারে, দেশ স্বাধীন থেকে উন্নয়ন, সবই তো আওয়ামী লীগের অবদান, একটি ‘সুষ্ঠূ নির্বাচনী ব্যবস্থা’ তৈরী করতে পারেনা? গাজায় ফিলিস্তিনিরা ভুগছে, এজন্যে কি শুধু ইসরাইল দায়ী, ফিলিস্তিনিরা দায়ী নন, রাতের অন্ধকারে ইহুদি মারতে গিয়েছিলেন কার পরামর্শে? খবর বেরিয়েছে, হামাস-কে মাঠে নামিয়ে দিয়ে ইরান কেটে পড়েছে। শোনা যাচ্ছে, অচিরেই গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, কিন্তু যা ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ কে দেবে?

পরাশক্তিগুলো অন্যের মাঠে খেলতে ভালবাসে। গরীবের বউ সবার ভাবি। বাংলাদেশের আজকের যে সমস্যা এজন্যে চীন, ভারত, আমেরিকা, রাশিয়া কেউ দায়ী নয়, দায়ী বাংলাদেশের মানুষ। কথায় বলে, ‘প্রজা যেমন, রাজাও তেমন’, ক্রিকেটের মাঠে নামাজ পড়ে যেমন খেলায় জেতা যায়না, বা পূজা দিয়ে ফাইনালে বিজয় আসেনা, খেলার মাঠে দক্ষতা ও অভিজ্ঞতার সাথে খেলতে হয়, রাজনীতির মাঠে রাজনৈতিক বিচক্ষণতা চাই, দেশপ্রেম চাই, মানুষকে ভালবাসা চাই।

এর কোনটা-ই কি দেশের রাজনৈতিক দলগুলোর আছে? ক’দিন বাদে ভোট শেষ হয়ে যাবে। ষড়যন্ত্র শেষ হবেনা। মানুষের ভোগান্তির শেষ হবেনা। ভাবছি, এ খেলার শেষ কোথায়?

লেখক:কলামিস্ট

# guhasb@gmail.com;

 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image