• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউরোপে জ্বালানি সংকটের জন্য ইইউ দায়ী: পুতিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০৬ পিএম
ইইউ দেশগুলো রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্কিত সিদ্ধান্ত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

নিউজ ডেস্ক:  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউরোপের জ্বালানি সংকটের জন্য রাশিয়াকে দায়ী করা যাবে না। এজন্য ইউরোপীয় ইউনিয়নই (ইইউ) দায়ী। একটি সংযুক্ত মাধ্যমে নর্ডস্ট্রিম-২ পাইপলাইনে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করতে প্রস্তুত রাশিয়া। তবে ইউরোপীয় ইউনিয়ন তা চায় কিনা, সিদ্ধান্ত তাদের।’

রাশিয়ার জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে পুতিন বলেন, ‘ভোগান্তি হচ্ছে ইউরোপের সাধারণ মানুষজনের। এ বছর তাদের জ্বালানি ও গ্যাস বিল বেড়ে তিনগুণের বেশি হয়েছে। আসন্ন শীতকালের জন্য ইউরোপীয়রা মধ্যযুগের মতো কাঠ সংগ্রহ করে রাখছে। রাশিয়ার এখানে কী করার আছে?’

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ‘নিজেদের (ইইউ নেতারা) ভুলের কারণে তারা অন্যকে দায়ী করে থাকে। এ যাত্রায় রাশিয়াকে দোষ দিচ্ছে। অথচ দোনবাসে বিশেষ সামরিক অভিযান এজন্য কোনোভাবেই দায়ী নয়।’

ইইউ দেশগুলো রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আনাড়ি সিদ্ধান্ত নেয় বলেও মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন।

নর্ডস্ট্রিম-২ এবং নর্ডস্ট্রিম-১ রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইন। শুধু নর্ডস্ট্রিম-২ দিয়েই বছরে রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম অন্তত ১৫ বিলিয়ন মার্কিন ডলারের গ্যাস ইউরোপে সরবরাহ করে থাকে।  বর্তমানে নর্ডস্ট্রিম-২ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মাঝে মাঝেই সরবরাহে ঘাটতি এবং তা বন্ধ করে রাশিয়া।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image