
নিউজ ডেস্ক : বিএনপির ডাকা তিন দিন অবরোধ চলাকালে প্রথম দিনে চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে বিজেএমইএ হাসপাতালের অদূরে এ ঘটনা সংঘটিত হয় এবং বিষটি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন।
তিনি জানান, ‘সিমেন্স হোস্টেলের সামনে সকাল ৬টার পূর্বমুহুর্তে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। মূলত দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।’
তিনি বলেন আরও জানান, ‘এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যাচাই-বাছাই করছি। যেহেতু গার্মেন্টস টাইম, সেখানে অনেক লোকই ছিলো।’
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: