• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তাইওয়ানের সঙ্গে বাণিজ্য চুক্তি মার্কিন প্রতিনিধি পরিষদে অনুমোদন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম
বিষয়টি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে
মার্কিন প্রতিনিধি পরিষদে অনুমোদন

নিউজ ডেস্ক:  চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সই হওয়া বাণিজ্য চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বুধবার প্রতিনিধি পরিষদে এই ভোট হয়। এখন বিষয়টি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। চুক্তিটি সিনেটেও অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১ জুন যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যে চুক্তিটি সই হয়। এটি যুক্তরাষ্ট্র-তাইওয়ান একুশ শতকের বাণিজ্য উদ্যোগের আওতায় দুই পক্ষের মধ্যে সই হওয়া প্রথম বাণিজ্য চুক্তি। যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যকার বাণিজ্য চুক্তিটি চীনকে ক্ষুব্ধ করেছে। চুক্তিটি সইয়ের আগে ওয়াশিংটনকে সতর্ক করেছিল বেইজিং।

চীনের সতর্কতা উপেক্ষা করে চুক্তিটি সই করে যুক্তরাষ্ট্র-তাইওয়ান। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দাবি করে চীন। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। স্বশাসিত তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে উভয় সরকার ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে। এএফপি।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image