
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ীতে কেক কেটে,আলোচান ও প্রীতিভোজের মধ্যদিয়ে ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১ অক্টোবর দুপুর ২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তর হলরুমে ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিক ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোঃ জাহিদ হোসেন (এসসি) সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর সদর দপ্তর এর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর পিএসসি,জি।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মোঃ তানজিলুর রহমান ভুঁইয়া,উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর এর পরিচালক (লজিস্টিক) লে: কর্নেল নাহিদ হোসেন (পিএসসি) ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসেনসহ রিজিয়ন সদরদপ্তর ও দিনাজপুর সেক্টর এর অন্যান কর্মকর্তা, স্থানীয় সরকারী কর্মকর্তা, বিজিবি’র পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদকিগণ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: