• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিনাজপুরে ধান উৎপাদন বেড়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন, লিচুর উৎপাদন দ্বিগুণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫৩ পিএম
দিনাজপুরে ধান উৎপাদন বেড়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন, লিচুর উৎপাদন দ্বিগুণ
লিচু

নিউজ ডেস্ক : গত ১৫ বছরে দিনাজপুরে ধান উৎপাদন বেড়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন। আর লিচুর উৎপাদন প্রায় দ্বিগুন হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত ১৫ বছরে এ জেলায় ধানের চাষ বেড়েছে ১ হাজার ২৬৪ হেক্টর জমিতে এবং উৎপাদন বেড়েছে ২ লাখ ৮৯ হাজার ৪০৪ মেট্রিক টন। গতবছর দিনাজপুর জেলার ৪ লাখ ৪৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে ১৬ লাখ ২৫ হাজার ৩৯ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। 

গত ১৫ বছরে দিনাজপুর জেলায় লিচু উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। গতবছর ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে ৩২ হাজার ১১৭ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছে। যা ২০০৮-২০০৯ উৎপাদন বছরের তুলনায় ১৪ হাজার ৩৭১ মেট্রিক টন বেশি।

‘চাল-লিচুতে ভরপুর, জেলার নাম দিনাজপুর’-এটি দিনাজপুর জেলার ব্র্যান্ডিং স্লোগান। সারাদেশে দিনাজপুর জেলার চাল ও লিচুর খ্যাতি রয়েছে। দিনাজপুর জেলায় চাল ও লিচুসহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদিত হয়। জাতীয় উৎপাদনের প্রায় ৪ দশমিক ১৫ শতাংশ চাল ও খাদ্যশস্য দিনাজপুর জেলায় উৎপাদিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের যুগোপযোগী নানামুখী পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনার ফলে দিনাজপুর জেলায় ধান ও লিচুসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যা দেশের খাদ্য চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image