• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফুলবাড়ীতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম
ফুলবাড়ীতে
নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর (শনিবার) বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলটন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ (পিপিএম) ও দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার কামরুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী,অতিক্তি পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন,সার্কেল ইন্সেপেক্টার আকরাম হোসেন, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম,ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আজিজার রহমান বসুনিয়সহ  অনুষ্ঠানে দিনাজপুর-৫ আসনের ফুলবাড়ী উপজেলার ৫২টি কেন্দ্রের ৫২ জন প্রিজাইডিং অফিসার ৩শত ৩৩টি ভোট কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার ৩ শত ৩৩জন ও পুলিং অফিসার ৬শত ৬৬জন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাকির আহম্মেদ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরোপক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ভোট কেন্দ্র গুলো যাতে শান্তিপূর্ণ থাকে সেজন্য পর্যাপ্ত আনছার,পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলো তৎপর থাকবে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি শৃষ্টি হলে আপনারা আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image