• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফুলবাড়ীতে স্রোতে ভেঙেছে বাঁশের সাঁকো, ভোগান্তিতে গ্রামবাসী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৬ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাঁকো
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাঁশের সাঁকো

নিউজ ডেস্ক:  দেড় মাস আগেই বারোমাসিয়া নদীর তীব্র স্রোতে ভেঙে যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাঁশের সাঁকো। আর পুনর্নির্মাণ করা হয়নি। ফলে ভোগান্তিতে পড়ছেন গ্রামবাসী।

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখানে কোনো সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। যুগের পর যুগ স্থানীয়রা প্রতি বছর নিজস্ব উদ্যোগে সাঁকো দুটি মেরামত করে আসছে। ঝুঁকিপূর্ণ বাঁশের তৈরি নড়বড়ে সাঁকো পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিষামত শিমুলবাড়ী এলাকায় নবিউয়ের ঘাটে বারোমাসিয়া নদীর ওপর প্রায় ২০০ ফিট লম্বা নড়বড়ে বাঁশের সাঁকোটি গত দেড় মাস আগেই বারোমাসিয়া নদীর তীব্র স্রোতে ভেঙে যাওয়ায় গ্রামবাসীর জীবনে দুর্ভোগ নেমে আসে। অনেকে সাঁতরে নদী পারাপার হচ্ছেন। এলাকাবাসীর দুর্ভোগ দেখে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম এলাকায় কিছু বাঁশ সংগ্রহ করে মেরামতের কাজ শুরু করলেও অর্থাভাবে এখন বন্ধ রয়েছে বলে জানান কিষামত শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম।

তিনি আরও জানান, ভাঙা সাঁকোটি মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সৃদৃষ্টি চেয়েছেন।

অপর দিকে একই ইউনিয়নর পশ্চিমফুলমতি বারোমাসিয়া নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি গত দুই-আড়াই মাস আগে একইভাবে ভেঙে যাওয়ায় সেখানকার হাজারও মানুষ ভোগান্তিতে পড়ে। এখন জরুরি প্রয়োজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছোট একটি ডিঙ্গি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ দ্রুত মধ্যে সাঁকো দুটি মেরামতের আশ্বাস দিয়েছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image