• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার ক্ষেতের ধান কেটে নিয়েছে  প্রতিপক্ষরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম
বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার ক্ষেতের ধান কেটে নিয়েছে  প্রতিপক্ষরা
জমির ধান কেটে  নিয়েছে

বরিশাল প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বাকেরগঞ্জের অনেক জায়গায় হামলা পাল্টা  হামলা হয়েছে। এরই মধ্যে এক আওয়ামী লীগ নেতার  জমির ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা  যায়, গত ৮ জানুয়ারি উপজেলার নিয়ামতি ইউনিয়নের চামটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনের উপর  হামলা  করে  প্রতিপক্ষরা।

১০ জানুয়ারি আনোয়ার হোসেন বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঁচ জনকে আসামি করে মামলা  দায়ের করেন। যার মামলা  নং ১৫/২০২৪।

মামলার বাদীআনোয়ার হোসেন জানান,স্হানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও মনির  মুন্সি নৌকা  মার্কার সমর্থক ছিল আর আমি স্বতন্ত্র প্রতীক ট্রাকের সমর্থক ছিলাম। তারা নির্বাচনে জয় লাভ করেই লোকজন  নিয়া আমার উপর হামলা করে এবং  ১০০ (একশ) শতাংশ  জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এছাড়াও  আমার  ১৬ শতাংশ  জমি দখল করে  নিয়েছে। 

এ বিষয়ে ভুক্তভোগী  গত ১৬ জানুয়ারি  বরিশাল পুলিশ  সুপারের কাছে লিখিত  অভিযোগ দায়ের করেন।
এবং আদালতে যে মামলাটি করা হয়  সেই  মামলার  তদন্তের জন্য আদালত বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। 
বাকেরগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন  বলেন,এসব জানার পর পুলিশ ঘটনা স্হান পরিদর্শন করেছে। দ্রতই আদালতের নির্দেশ  মোতাবেক রিপোর্ট  পাঠানো হবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image