• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতে বাসে অগ্নিকাণ্ড নিহত ২৫


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৬ পিএম
বাস
অগ্নিকাণ্ডের শিকার বাস

নিউজ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের এ দুর্ঘটনার সময় বাসটির সব যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ের বুলধানায় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বুলধানা জেলায় একটি খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন।

এ দুর্ঘটনার পর বাসটির চালক জানান, চাকা ফেটে যাওয়ার পর বাসটি একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। বাসটির দরজার পাশটি উল্টে যায়। এতে যাত্রীরা কেউ বের হতে পারেননি।

বুলধানা পুলিশের কর্মকর্তা সুনীল কাদসানে জানান, দুর্ঘটনার পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটির চালকসহ আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image