
মশিউর রহমান সেলিম, কুমিল্লা: কুমিল্লায় কনকস্তুুপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দেশ বরেন্য দর্শনবারিধি ও বৌদ্ধ গুরু প্রয়াত পন্ডিত ধর্মরক্ষিত মহাথেরের জাতীয় অন্তোষ্ট্রিক্রিয়া উপলক্ষে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় শনিবার সকালে লাকসাম উপজেলার বাকই ইউপি’র কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে দেশী-বিদেশী বৌদ্ধ সম্প্রদায় সংগঠনের আয়োজনে দুপচর তক্ষশীলা
বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার মহাসংঘদানসহ নানা ধর্মীয় কর্মসূচীর মাধ্যমে তিনদিনব্যাপী পালিত হয়েছে। এ মহাপন্ডিত অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের বিগত ১৩ মাস পূর্বে মৃত্যুবরণ করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এ দেশের মানুষ উন্নত সমৃদ্ধ জীবন গড়ে তুলবে। সুখে শান্তিতে সকল ধর্মের মানুষ পরিবার পরিজন নিয়ে বসবাস করবে। আজ দেশে খাদ্য স্বয়ং সম্পন্নতা অর্জন করেছে। কোন ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেয়া যাবে না।
তিনি আরও বলেন, ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহনের পর থেকে অদ্যবধি পরিকল্পিত ভাবে বিভিন্ন সেক্টরের উন্নয়ন কাজ করে যাচ্ছে। ধারাবাহিক ভাবে সরকার স্বচ্ছ ও সুষ্ঠ তদারকির মাধ্যমে দেশ পরিচালনার ফলেই আমাদের এ অর্জন দৃশ্যমান হচ্ছে। চলমান অর্থবছরে লাকসাম পৌরসভা-উপজেলা ও মনোহগঞ্জের উন্নয়নে কয়েকশত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
ধর্ম যার যার রাষ্ট্র সবার উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর অপরাজনীতি ঠেকাতে মাঠে সক্রিয় থাকার আহবান জানান। সে সঙ্গে বর্তমান পন্যের মূল্যের বাজার স্থিতিশীল পর্যায় এনে এলাকার জনজীবন স্বস্থিতে রাখতে এবং সাম্প্রদায়িকতার চক্রান্ত ভেঙ্গে দিতে স্থানীয় প্রশাসন কাজ করছে। যে কোন অপরাধী চক্রকে কোন ছাড় দেয়া হবে না।
স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের একাধিক সূত্র জানায়, প্রয়াত ওই শিক্ষাবিদ বৌদ্ধ ধর্মীয় নেতা ধর্মরক্ষিত মহাথেরের জাতীয় অন্তোষ্ট্রিক্রিয়া অনুষ্ঠানে কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংঘ মনীষী, কুমিল্লা তথা চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বৌদ্ধ ধর্মীয় শীর্ষ নেতারা শ্রদ্ধার সঙ্গে ওই শিক্ষাবিদের অন্তোষ্ট্রিক্রিয়া অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় ৩ দিনব্যাপী নানাহ ধর্মীয় অনুষ্ঠান মালা শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য এমপি, সিনিয়র সচিব মোঃ হেলাল উদ্দিন, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, বাকই ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, চট্টগ্রাম মিরসাই বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি সদ্ধর্ম বারিধি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্টিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মিরসরাই নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতি মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমৎ শাসন বংশ মহাথের। বাবু বাদল চন্দ্র সিংহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুপচর তক্ষশীলা বিহার অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তমানন্দ থের।
উক্ত মহাসংঘদান ও জাতীয় অন্তোষ্ট্রিক্রিয়া অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন কুমিল্লা-নোয়খালী সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি শিক্ষাবিদ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের, জিনসেন মহাথের, জিনালংকার মহাথের, ডক. সংঘপ্রিয় মহাথের, জিনানন্দ মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, ভদন্ত ধর্মপাল মহাথের, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথের, ভদন্ত কুশলায়ন মহাথের, শাসন ভাস্কর ভদন্ত শাসন মহাথের, ধর্মাদেশনাসহ পূন্যদান করেন শ্রীমৎপ্রিয় বংশ ভিক্ষু, সাধন প্রিয় থের, ধর্মপাল থের, দুপচর কবিরাজ বাবু আর কে সিংহ, বাবু জীবন সিংহ, বাবু শিপন সিংহ, বাবু দিলীপ সিংহ, বাবু শিপন বড়–ুয়া, রনজিৎ সিংহ, সাবেক পুলিশ কর্মকর্তা বাবু স্বপন বড়–য়া, বিদ্যুৎ সিংহ, শাক্যমনি সিংহ, বিজয় সিংহ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন কোঁয়ার, নৈরপাড়, চাঁনগাঁও গ্রামবাসী ও কোঁয়ার গ্রামের যুব কল্যান সেবক সংঘবৃন্দ। এ অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে দুপচর গ্রামবাসী দায়ক-দায়িকাবৃন্দ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: