• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৪ পিএম
টস জিতে
বাংলাদেশ ব্যাটিংয়ে

নিউজ ডেস্ক : সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সাকিব-লিটন না থাকায় নাজমুল হোসেন শান্ত টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর। বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। 

বাংলাদেশের ১০২তম টেস্ট খেলোয়াড় হিসেবে ২৮ নভেম্বর মাঠে নামতে যাচ্ছেন এই তরুণ।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শাহাদাতের। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন মিডল অর্ডার এই ব্যাটার। ২২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে ১৩৮৩ রান করেছেন।

কিউইদের বিপক্ষে পুরোপুরি স্পিন নির্ভর দল সাজিয়েছে বাংলাদেশ। একাদশের একমাত্র পেসার শরীফুল ইসলাম। দলে আছেন তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image