• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
টস জিতে
ব্যাটিংয়ে পাকিস্তান 

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বাবর আজম।  

বিশ্বকাপে পাকিস্তান বাজে সময় পার করছে । টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাবর আজমের দল। তবে এরপর টানা তিন ম্যাচে হারের মুখ দেখে ৯২' এর চ্যাম্পিয়নরা। সবশেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারে পাকিস্তান। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় চায় তারা। 

এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। অসুস্থতার কারণে একাদশে নেই পেসার হাসান আলী। তার জায়গায় খেলছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এছাড়া ওসামা মীরের জায়গায় ফিরেছেন মোহাম্মদ নেওয়াজ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া পেসার কাগিসো রাবাদার জায়গায় একাদশে এসেছেন স্পিনার তাবরাইজ শামসি।  
দুর্দান্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হলেও শেষ দুই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি ও লিজাড উইলিয়ামস। 

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image