
নিউজ ডেস্ক: রাজধানীর ফার্মগেটে সেজান পয়েন্টের সামনে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার (৪০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
তেজগাঁও রেলস্টেশন থেকে কর্মস্থলে যাওয়ার সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, ভোর ৪টা ১৬ মিনিটে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে একজনকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ সদস্য নিহত হওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি ছিনতাইকারীর ছুরিকাঘাত না কী অন্য কোনো ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন তিনি। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: