• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজায় বিধ্বস্ত ভবনে আটকা অনেকে, নিহত ৩০৭ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
গাজায় বিধ্বস্ত ভবনে আটকা অনেকে, ২৪ ঘণ্টায় নিহত ৩০৭ 
গাজায় বিধ্বস্ত ভবনে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩০৭ জন নিহত হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৮৫ জনে। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। 

জাতিসংঘের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ শিশু এবং ১ হাজার ৪৪৪ নারী রয়েছে। সাড়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে পড়েছেন অনেকেই। 

গাজার আবাসন মন্ত্রণালয় বলছে, সেখানকার ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। 

এনজিও সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, প্রতি ১৫ মিনিটে গড় হিসাবে একজনেরও বেশি শিশুর মৃত্যু ঘটছে গাজায়।

আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কোনো কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। গত ১২ দিন ধরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

এরই মধ্যে পানি, খাবার ও জ্বালানি ফুরিয়ে আসছে। ফলে গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image