আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অনুশীলনের সময় প্রায় ২০ জন আরোহী নিয়ে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ।
এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ।
এবিসি অস্ট্রেলিয়ান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, রোববার ডারউইনের উত্তরে টিউই দ্বীপপুঞ্জের কাছে মহড়া চলাকালে ভি- ২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ।
জানা গেছে, ঘটনার পর বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে । মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: