• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাপা কার্যালয়ে পিটার হাস, ডোনাল্ড লু’র চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:২৩ পিএম
নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়
পিটার হাস এবং জি এম কা‌দের‌ বৈঠক

নিউজ ডেস্ক:  বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার জাতীয় পা‌র্টির চেয়ারম্যান জি এম কা‌দের‌কে এ চি‌ঠি পৌঁছে দেন।

জাপা চেয়ারম্যানের বনানী কার্যাল‌য়ে পিটার হা‌সের স‌ঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠ‌কের পর জাতীয় পা‌র্টির মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ কথা জানান।

জাপা মহাসচিব জানান, ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএন‌পি‌কেও চি‌ঠি দি‌য়ে‌ছেন।

বেলা ৩টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যাল‌য়ে যান পিটার হাস। এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি। এ বৈঠকে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, জাপা মহাসচিব মু‌জিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা উপদেষ্টা মাশরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তবে পিটার হাস গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠকে জানতে চাইলে চুন্নু বলেন, আমরা কী চাই সেটা যুক্তরাষ্ট্রকে বলিনি। যুক্তরাষ্ট্রকে জানিয়েছি, নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের চাওয়ার কথা নির্বাচন কমিশনকে জানাব।

জাপা মহাসচিব বলেন, আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিঠির বৈঠক রয়েছে। বুধবার প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান দলটির মহাসচিব। তিনি বলেন, আমাদের প্রার্থী ও নির্বাচনী ইশতেহার প্রস্তুত রয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image