• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কক্সবাজারে বন্দুকযুদ্ধে কৃষক নিহত, গ্রেপ্তার-১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫৪ এএম
কক্সবাজারে বন্দুকযুদ্ধে কৃষক নিহত
গ্রেপ্তার-১

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারে ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় কৃষক বায়েত উল্লাহ (৪০) নিহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মোরাপাড়ায় এই ঘটনা ঘটে। র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী সুপার জামিলুল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

‘প্রত্যাশী’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঈদগাঁও শাখার কর্মকর্তা মাসুদ চৌধুরী এদিন দুপুর ৩টার দিকে ঋণের অর্থ সংগ্রহে গিয়ে অপহরণের শিকার হন। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব মোরাপাড়ায় উদ্ধার অভিযানে যায়।

জামিলুল হক বলেন, “র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। তাদের গুলিতে কৃষক বায়েত উল্লাহ নিহত হন।”

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাসুদ চৌধুরীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত দলের নেতা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

বায়েতের ভাই করিম উল্লাহ সাংবাদিকদের জানান,  হাসপাতালে আনার পরে আমার ভাই মারা যায়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “ডাকাত দলের প্রধান শেরে ফরহাদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

কক্সবাজারে এনজিও কর্মী অপহরণের ঘটনায় ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image