
মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মার্সেল ফ্রিজ কিনে এক লক্ষ টাকার পণ্য পুরস্কার পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম নামের এক দিনমজুর।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ৪টায় তার হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। পুরস্কারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের থাঐল চৌপুকুরিয়া গ্রামের আহাদ আলীর ছেলে।
সিংড়া মার্সেলের পরিবেশক মেসার্স নিয়ামত মটরস ডিজিটাল ক্যাম্পেইয়ন ২০২৩, সিজন ১৭ গ্র্যান্ড ১ লক্ষ টাকার ঘরভর্তি হাউসফুল পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মার্সেলের ডিএমডি হুমায়ুন কবির, সিনিয়র ডিরেক্টর সাখাওয়াত হোসেন, আরিফুল আম্বিয়া, আরএসএম আসাদুল ইসলাম ও সিংড়া নিয়ামত মটরস এর স্বত্বাধিকারী মো. নুরে আলম, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ।
নিয়ামত মটরস এর স্বত্বাধিকারী মাওলানা নুরে আলম জানান, সম্প্রতি দিনমজুর জাহাঙ্গীর আলম সিংড়া মার্সেল শো-রুম একমাত্র পরিবেশক নিয়ামত মটরস থেকে একটি ফ্রিজ কিনেন। প্রথম কিস্তিতে ৫ হাজার টাকা জমা দেন। সে একজন রেজিষ্ট্রেশন গ্রাহক হিসেবে ৫ হাজার টাকা জমা করে ১ লক্ষ টাকার মার্সেল পণ্য সামগ্রী পেলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: