
জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে মো. ওসমান গনি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।
এ সময় মো. ইসমাইল (৩২) নামে রেস্টুরেন্টের এক বাবুর্চিও গুরুতর আহত হন। নিহত কিশোর নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউসের কর্মচারী।
নিহত কিশোর ও আহত বাবুর্চি হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: