জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় মুরগি নিয়ে ঝগড়ার জেরে বড় ভাইয়ের হাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই ভাই গিয়াস উদ্দিন ও সাহাব উদ্দিনের বাড়ি পাশাপাশি। এক ভাইয়ের মুরগি অন্য ভাইয়ের উঠানে যায়। এনিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া লাগে। এক পর্যায়ে ঝগড়া মারামারিতে গড়ায়। এসময় দুই পরিবারের বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত ছোট ভাই গিয়াস উদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নিহত গিয়াস উদ্দিনের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: