• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ ২, ঢামেক বার্নে ভর্তি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:১৫ পিএম
বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ ২

মেডিকেল প্রতিনিধি : রাজধানীর বংশাল থানার সিদ্দিক বাজারে জুতার ফ্যাক্টরিতে শর্ট সার্কিটে দুই শ্রমিক তোফাজ্জল হোসেন (২৪) ও বাহার উদ্দিন (২৭) দগ্ধ হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোনায়েম জানান, আমরা সবাই জুতার কারখানায় কাজ করি। জুতার সলিউশন আঠায় গ্যাস জমে বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন ধরে যায়। এতে করে আমাদের দুইজন সহকর্মী দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ণ ইউনিটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে, তবে দগ্ধের পরিমাণ এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সিদ্দিক বাজারে জুতার কারখানায় শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

 

ঢাকানিউজ২৪.কম / জেএসসি/সানি

আরো পড়ুন

banner image
banner image