• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাইবার নিরাপত্তার খসড়া পরিবর্তনের আহবান অ্যামনেস্টির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২৯ পিএম
অ্যামনেস্টি
ফাইল ছবি

নিউজ ডেস্ক: সরকারের খসড়া সাইবার নিরাপত্তা আইন থেকে কঠোর ধারাগুলো বাদ দেবার অনুরোধ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কঠোর ওইসব ধারা মানবাধিকারের সঙ্গে বেমানান। সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি নাদিয়া রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন। 

অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, মন্ত্রীসভার সাইবার সিকিউরিটি অ্যাক্টকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলা উচিত হবে না। কারণ এটি মোটা দাগে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিলিপি।  এটি  বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও স্বাধীনতা খর্ব করতে ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে সাইবার নিরাপত্তা আইনের একটি খসড়া প্রকাশিত হয়। যেখানে সুশীল সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের লোকদের কাছ থেকে মতামত চাওয়া হয়। এ বিষয়ে প্রায় ৯০০টি সুপারিশ আইসিটি মন্ত্রণালয়ে জমা পড়েছিল।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image