• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তুরস্কের উপকূলে নৌকাডুবিতে নিহত ২২


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫৫ পিএম
তুরস্কের উপকূলে নৌকাডুবি
নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের এজিয়ান সাগরের গোকসিয়াদা দ্বীপের কাছে ৭ জন শিশুসহ ২২ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। (খবর আল জাজিরা)।

শুক্রবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিহত ২২ জন কোন দেশের নাগরিক, তা প্রকাশ হয়নি। 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি বলেন, তুর্কি কোস্টগার্ড কানাতালে প্রদেশের ইসেবাত শহরের উপকূল থেকে দুজনকে উদ্ধার করেছে এবং দুজন নিজ থেকে উপকূলে আসতে পেরেছে।

কর্তৃপক্ষ বলছে, রাতেই দুর্ঘটনা ঘটে। গোকসিয়াদার কাছে কাবাটেপেতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স অপেক্ষমান রয়েছে। উদ্ধার অভিযান চলছে, উদ্ধার কাজে একটি প্লেন, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন, ১৮টি নৌকা এবং ৫০২ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছেন।

তুরস্কের কোস্টগার্ড জানায়, সপ্তাহের শুরু থেকে তারা অবৈধভাবে গ্রীসে যাওয়ার পথে শতাধিক মানুষকে বাঁধা দিয়েছে। যার মধ্যে শিশুরাও ছিল। অবৈধ অভিবাসী বোঝাই নৌকা ঠেলে দেয়ায় এথেন্সের বিরুদ্ধে অভিযোগ করেছে তুরস্ক।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image