• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শিগগির ভারত যেতে পারে আনার পরিবার: ডিবিপ্রধান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৯ এএম
শিগগির ভারত যেতে পারে আনার পরিবার
অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

নিউজ ডেস্ক : ভারতীয় সিআইডি যদি তাদের ভারতে যাওয়ার আহ্বান জানায়, তাহলে ধরে নেওয়া হবে তারা (সিআইডি) তাদের ডিএনএ পরীক্ষার জন্য ডাকবে। শিগগির, ভারত, আনার পরিবার, ডিবিপ্রধান, ডিএনএ পরীক্ষাশিগগির, ভারত, আনার পরিবার, ডিবিপ্রধান, ডিএনএ পরীক্ষা

ডিবি কার্যালয়ে শনিবার (৮ জুন) সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, ‘ইতোমধ্যেই কলকাতা সিআইডি-র সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নাম ও মোবাইল নম্বরও নিয়েছেন ভারতীয় তদন্তকারী কর্মকর্তারা। শিগগিরই ডাক পড়বে। যদি তারা ফোন করে, ধরে নিন তারা ডিএনএ পরীক্ষার জন্য তাদের ডাকবেন।’ 

হারুন বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

তিনি বলেন, ‘এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।’

গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বরানগর স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ১৩ মে দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। এরপর গত ২২ মে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার খুন হওয়ার বিষয়টি জানায় ভারতীয় পুলিশ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image