• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ শিকারের দায়ে জেলে আটক ২৬


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:১০ পিএম
মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ শিকারের দায়ে
জেলে আটক ২৬

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ২৬ জেলেকে আটক করেন মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ টি পাইজাল ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ ১২ শতাধিক চর ঘেরা জালের খুঁটি অপসারণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাশ।

সোমবার (২৬ ফেব্রুয়রি) দিনব্যাপী উপজেলার মাতাব্বর হাট থেকে মেঘনা নদীর ভোলার সীমান্তবর্তী মাঝের চর, হেতনার খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, কমলনগরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২৪ এর ৪র্থ ধাপের ৫ম দিনে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জেলের বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ জাল এবং চর ঘেরা খুঁটি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image