• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রাথমিক শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৩ পিএম
সিটি করপোরেশন এলাকায় বদলি
gov logo p

নিউজ ডেস্ক:  শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন। রোববার (২৬ মার্চ) থেকে এ কার্যক্রম চলবে ২৮ মার্চ পর্যন্ত।

অনলাইনে নির্ধারিত সার্ভারে (dpe.gov.bd/login) লগইন করে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। তবে সিটি করপোরেশন এলাকায় বদলির আবেদন করা যাবে না।

আগামী ৩১ মার্চের মধ্যে বদলির কার্যক্রম শেষ করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আন্তঃবিভাগ বদলিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শর্ত দিয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। একটি বা দুটি বিদ্যালয়ও পছন্দ করা যাবে। এছাড়া বদলির আদেশ জারি হলে বাতিলের আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানার সই করা অফিস আদেশে বলা হয়, ২৯ মার্চ উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। বিভাগীয় উপপরিচালকরা ৩১ মার্চ সম্পন্ন করবেন বদলির সব কার্যক্রম।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image