নিউজ ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে । সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত পেরিয়ে অতর্কিত আক্রমণ চালায় । এতে এখন পর্যন্ত ইসরায়েলের এক হাজার ৩০০ এর বেশি নিহত হয়েছেন । আহত হয়েছে, তিন হাজারের বেশি । হামাসের হামলায় ইসরায়েলে ২৫টি বেশি দেশের নাগরিক নিহত হয়েছেন । সেইসঙ্গে জিম্মি রয়েছেন অনেকে ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২৭ নাগরিক, থাইল্যান্ডের ২৪, ফ্রান্সের ১৫, নেপালের ১০, আর্জেন্টিনার ৭ জন, ইউক্রেনের ৭, রাশিয়ার ৪, যুক্তরাজ্যের ৪, চিলির ৪ জন, অস্ট্রিয়ার ৩ জন, বেলারুশের ৩ জন, কানাডার ৩ জন, চীনের ৩ জন, ফিলিপাইনের ৩, ব্রাজিলের ৩ জন, পেরুর ২ জন এবং রোমানিয়ার ২ জন নাগরিক নিহত হয়েছেন ।
অস্ট্রেলিয়া, আজারবাইজান, ক্যাম্বোডিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, কলম্বিয়া, প্যারাগুয়ের একজন করে নাগরিক নিহত হয়েছে । সেইসঙ্গে জার্মানি, মেক্সিকোর বহু মানুষ হামাসের হাতে জিম্মি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এ ছাড়া ইতালি, প্যারাগুয়ে, শ্রীলঙ্কা, তানজানিয়ার বহু মানুষ নিখোঁজ রয়েছে ।
অন্যদিকে হামাসের হামলার পর গাজায় একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী । ইসরায়েলের হামলায় ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে । আহত হয়েছে ছয় হাজারের বেশিজন ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: