• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রওশনের বাসায় জিএম কাদের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৪ এএম
রওশনের বাসায় জিএম কাদের
বিরোধীদলীয় নেতা রওশন এরশা‌দ-জিএম কাদের

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতা রওশন এরশা‌দের বাসায় গেছেন জাতীয় পা‌র্টির (জাপা) চেয়ারম্যান জি এম কা‌দের। শনিবার রাত ৯টার দিকে যান পরে রাত ১০টায় সেখান থেকে বের হন জাপা চেয়ারম্যান।

জাপার দু'প‌ক্ষের সূত্রই নাম প্রকাশ না করার শ‌র্তে এ ত‌থ্যের সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছে। জিএম কা‌দের এবং রওশন এরশাদ আগামী নির্বাচন নি‌য়ে ঘণ্টাখা‌নেক কথা ব‌লেন।

জাপা সূত্র জানায়, এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশিদ এবং রাহগির আল মাহী এরশাদ সাদসহ সরকা‌রি সংস্থার ক‌য়েকজন সদস্যও বৈঠ‌কে ছি‌লেন। রাত ১০টার পর জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান তারা। 

জাপার দু’প‌ক্ষই নির্বাচ‌নমুখী হ‌লেও দল‌টি‌তে নেতৃত্ব নি‌য়ে জি এম কা‌দের ও রওশন এরশা‌দের ম‌ধ্যে বি‌রোধ চল‌ছে। রওশ‌নের অনুসারী‌দের দ‌লীয় ম‌নোনয়ন ফরম দেয়‌নি জি এম কা‌দে‌রের নেতৃত্বাধীন জাপা। রওশন এরশাদ ক্ষুব্ধ হয়ে মনোয়ন ফ‌রম নেন‌নি। রওশনপুত্র সাদ এরশা‌দের রংপুর-৩ আস‌নে প্রার্থী হ‌তে যা‌চ্ছেন জাপা চেয়ারম‌্যান জি এম কা‌দের। এতে রওশ‌নের স‌ঙ্গে বি‌ভেদ আরও বে‌ড়ে‌ছে। এ প‌রি‌স্থি‌তি‌তে তার স‌ঙ্গে দেখা কর‌লেন জি এম কা‌দের। 

শ‌নিবার গুলশা‌নের কার্যাল‌য়ে বৈঠ‌ক ক‌রেন রওশনপ‌ন্থিরা। বি‌রোধীদলীয় নেতার রাজ‌নৈ‌তিক স‌চিব গোলাম মসীহ পরে সাংবা‌দিক‌দের ব‌লেন, রওশন এরশাদ চান জাপা ঐক‌্যবদ্ধভা‌বে নির্বাচ‌নে অংশ নিতে আগ্রহী। তবে জি এম কা‌দেরপ‌ন্থিরা দলীয় ম‌নোনয়ন ফরম ‌দেন‌নি রওশনপ‌ন্থি‌দের। তিনি বলেন, যা‌দের অবদান নেই, তারাই আজ দ‌লের নিয়ন্ত্রক হ‌য়ে গে‌ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image